খেলোয়াড়দের জন্য কলা কিনতে খরচ ৪৮ লাখ টাকা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের উত্তরাখন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট আয়োজনের নামে সরকারি ১২ কোটি রূপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা) তহবিলের অপব্যবহারের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখন্ড হাইকোর্ট।
বিচারপতি মনোজ কুমার তিওয়ারি-এর বেঞ্চের শুনানিতে হাইকোর্ট ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে নোটিশ জারি করেছেন। খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত ও অন্য আবেদনকারীরা আদালতে অভিযোগ করেন, উত্তরাখন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ অর্থ বছরের হিসাবে অস্বচ্ছ ব্যয়ের প্রমাণ রয়েছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল খেলোয়াড়দের জন্য কলার ব্যয় হিসেবে ৩৫ লাখ রূপি (বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ টাকার বেশি) দেখানো হয়েছে।
অ্যাকাউন্টে আরও দেখানো হয়েছে, ৬.৪ কোটি রূপি ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ খাতে খরচ হয়েছে, এবং ২৬.৩ কোটি রূপি ব্যয় হয়েছে টুর্নামেন্ট ও ট্রায়াল সংক্রান্ত খাতে, যা গত বছরের ২২.৩ কোটি রূপির চেয়ে বেশি।
আবেদনকারীরা অভিযোগ করেছেন, ক্রিকেটারদের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা বাস্তবে প্রদান করা হয়নি। খাবারের নামে কোটি কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে, যা প্রমাণ করে অসঙ্গত ও অস্বচ্ছ খরচ।
এই অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট আগামী শুক্রবার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।