আশরাফুল-মাহমুদউল্লাহকে ব্যাটিং কোচ বানাতে চান বুলবুল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ বুধবার থেকে তিন দিনব্যাপী আধুনিক ক্রিকেট কোচিং কোর্স শুরু হয়েছে। কোর্সটিতে অংশগ্রহণ করেছেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া কোচিং পেশায় সক্রিয় হান্নান সরকার ও রাজিন সালেহও এতে অংশ নিয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটের জন্য এই কোর্সকে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন। কোর্সের মূল লক্ষ্য হলো সাবেক ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে তৈরি করা।
বুলবুল বলেন, “স্পেশালাইজেশনের ক্ষেত্রে আমাদের এখানে ইমার্জিং টিম, আন্ডার-১৯, এজ গ্রুপ টিম এবং ন্যাশনাল টিম রয়েছে। এসব দলের জন্য আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ তৈরি করতে হবে। এই প্রথম ধাপ হিসেবে আমরা ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি। যে দুজনকে নিয়েছি, তাদের আমি বিশ্বসেরা হিসেবে দেখি।”
তিনি আরও জানান, “এখানে ১২ জন টেস্ট ক্রিকেটার আছেন, অনেকে এখনো খেলছেন, কেউ কেউ অবসরে রয়েছেন। প্রায় সবাই আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। মাহমুদউল্লাহসহ যারা এখানে এসেছেন, তারা খেলতে খেলতে সমস্যা সমাধান করতে শিখবেন, যা তাদের আরও ভালো খেলোয়াড়ে পরিণত করবে।”
বুলবুল কোর্সটিকে সাবেক ক্রিকেটারদের কোচিং পেশায় যুক্ত করার প্রথম ধাপ হিসেবে দেখছেন। তিনি বলেন, “রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ—এরা সবাই প্রতিষ্ঠিত টেস্ট ক্রিকেটার। আন্তর্জাতিক খেলায় অভিজ্ঞতা থাকলেও কোচিংয়ে অভিজ্ঞতা ন্যূন, তাই কোচ হতে হলে উচ্চমানের কোচিং কোর্সের সঙ্গে খেলার অভিজ্ঞতা মিলিয়ে নিতে হবে। এই সমন্বয় বিশ্বে বিরল।”