বিসিবি নির্বাচন

সরকার কোনো পক্ষে নেই: উপদেষ্টা আসিফ


সরকার কোনো পক্ষে নেই: উপদেষ্টা আসিফ

বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ও আমিনুল ইসলাম বুলবুলের অংশগ্রহণের ঘোষণার পর দেশের ক্রিকেট অঙ্গন বেশ সরব হয়ে উঠেছে। কয়েক দিন আগে বিসিবির সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি জানান, তামিম ইকবাল তাদের পক্ষ থেকে বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপর প্রশ্ন ওঠে, তবে কি আমিনুল ইসলাম বুলবুল সরকারের প্রার্থী?

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমের ক্রীড়া বিভাগের প্রধানদের এক মতবিনিময় সভায় এ বিষয়টি আলোচনায় উঠে আসে। সেখানে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার বিসিবি নির্বাচনে কোনো পক্ষ নেয়নি।

তিনি বলেন, “দুজনের নাম শোনা যাচ্ছে তারা সবাই ক্রিকেটার, এটি একটি ভালো দিক। সরকার চায় নিয়ম মেনে বিসিবি নির্বাচন হোক। এখানে সরকার কোনো পক্ষে নেই। আগে তো একজনকে নিয়েই নির্বাচন হতো, এখন তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।”

অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু সভাপতি নির্বাচিত করেছেন বিসিবির পরিচালকরা; যারা কিনা গত চার বছর ধরে বিসিবিতে রয়েছেন। সুতরাং সরকার তাঁকে সভাপতি বানিয়েছেন কথাটি ঠিক নয়। জাতীয় ক্রীড়া পরিষদ তাদের গঠনতন্ত্র মেনেই আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক নির্বাচিত করেছে।”

এ সময় বিসিবি নির্বাচন ছাড়াও আলোচনায় উঠে আসে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় আটটি বিভাগে ‘স্পোর্টস হাব’ নির্মাণের বিষয়টি। উপদেষ্টা জানান, এই প্রকল্পের জন্য আমিরাতের কাছে ১৯ হাজার কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

সভায় যুব ও ক্রীড়া উপদেষ্টা ঢাকায় খেলার মাঠের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজধানীর অনেক মহল্লায় বিকেলে শিশু-কিশোররা খেলার সুযোগ পায় না। তিনি এ বিষয়ে মত দেন যে, স্কুল-কলেজগুলোর মাঠগুলো বিকেলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা হলে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ পাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×