কাঠমাণ্ডুর হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা


কাঠমাণ্ডুর হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা

নেপালে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন সেশন স্থগিত করা হয়েছে। ফলে স্বাগতিক নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে দল হোটেলেই অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয় শনিবার। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা মঙ্গলবার। এই ম্যাচের আগে সোমবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনও টিম হোটেলেই আয়োজন করতে হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বেলা ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।’

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘বেলা তিনটায় দলের অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছিল। সে মাফিক অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন দলের খেলোয়াড়রা। কিন্তু হোটেল লবিতে আসার পর জানানো হয়েছে, স্টেডিয়ামের আশপাশ এলাকা অবরোধ করেছে শিক্ষার্থীরা। এখন বের হওয়া যাবে না।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×