সৈকতে নিখোঁজ মুশফিকুর রহিমের দুঃসম্পর্কের ভাতিজার মরদেহ উদ্ধার


সৈকতে নিখোঁজ মুশফিকুর রহিমের দুঃসম্পর্কের ভাতিজার মরদেহ উদ্ধার

কক্সবাজারের সমিতি পাড়া সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়া আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সি-সেইফ লাইফগার্ড সদস্যরা আহনাফের পরিবারকে সঙ্গে নিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার ছেলে। তিনি গতকাল বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন।

সেসময় ঢেউয়ের তোড়ে ভেসে যেতে দেখা যায় তাকে। লাইফগার্ড সদস্যরা তার দুই বন্ধুকে উদ্ধার করতে সক্ষম হলেও গভীর স্রোতের কারণে আহনাফকে আর খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে কক্সবাজার সৈকতে নিখোঁজ হন। দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।

সি-সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে সমুদ্রে গোসলে নেমে ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন, আর ৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×