নির্বাচন করতে চাইলে বুলবুলের পদত্যাগ করা উচিত: তামিম
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:২২ এম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে, যা অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা। এ প্রক্রিয়াকে সামনে রেখে শনিবার (৬ সেপ্টেম্বর) তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে বুলবুল এখনও সভাপতির পদে থাকায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তামিম প্রশ্ন তুলেছেন।
এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, “আমার মনে হয়, ওনার (বুলবুল) পদত্যাগ করা উচিত। কারণ, নির্বাচন কতটা ফেয়ার হবে, তা নিশ্চিত না। যেহেতু উনি একজন সৎ ব্যক্তি, আমি বিশ্বাস করি, উনি স্বচ্ছ সিদ্ধান্ত নেবেন।”
তিনি আরও বলেন, “উনি চাইলে নির্বাচন প্রক্রিয়ায় একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন—নির্বাচনের এক মাস আগে পদত্যাগ করে। এতে নির্বাচনের আগে কারও প্রশ্নের সুযোগ থাকবে না।”
নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর বুলবুল প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন, যা নিয়ে আলোচনা ও বিতর্কও তৈরি হয়েছে। এই প্রসঙ্গে তামিম নির্বাচনের স্বচ্ছতা এবং সরকারের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনে তামিম ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সভাপতির পদে তিনি আপাতত প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তিনি বলেন, “প্রথমে পরিচালনায় যুক্ত হয়ে দেশের ক্রিকেটে অবদান রাখতে চাই। তবে পরিচালকদের সমর্থন থাকলে ভবিষ্যতে সভাপতির দায়িত্ব নেওয়ার আগ্রহ থাকবে।”