ইয়েমেনের নাটকীয় জয়, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:২৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা থেমে গেল গ্রুপপর্বেই। বাছাইপর্ব পেরোলেও টানা দুই ম্যাচে হেরে ছিটকে গেছে লাল-সবুজের তরুণরা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ইয়েমেনের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত হয়। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ ব্যবধানে হেরে শুরুটা হয়েছিল হতাশাজনক। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন ইয়েমেন।
ম্যাচের নাটকীয় মুহূর্ত আসে ইনজুরি সময়ে। নিয়মিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা সময়ে ইয়েমেনের ফরোয়ার্ড আব্দুল আল আওমি বাংলাদেশি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে পরাস্ত করে জয়সূচক গোল করেন। গোলের পর ইয়েমেনের খেলোয়াড় ও কোচিং স্টাফরা সিজদায় মাটিতে লুটিয়ে পড়েন।
প্রথমার্ধে বাংলাদেশ বল দখল ও আক্রমণে কিছুটা দাপট দেখালেও বিরতির পর ইয়েমেন খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। কোচ হাসান আল মামুন দ্বিতীয়ার্ধে একে একে পাঁচটি পরিবর্তন করলেও শেষ মুহূর্তের বিপর্যয় এড়াতে পারেননি।
ম্যাচের শেষ দিকে আরও একটি ধাক্কা খায় বাংলাদেশ। ৮২ মিনিটে ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মজিবুর রহমান জনি। একজন কম নিয়েও লাল-সবুজ কিছু আক্রমণ গড়লেও ফল মেলেনি।
কাপ্তান শেখ মোরসালিনের একটি শট ইয়েমেন গোলরক্ষক ঠেকিয়ে দেন। মাঝমাঠে ফাহমিদুল ইসলাম বল হারানো ও রেফারির সঙ্গে বিতর্কে ভুগেছেন। তবে লেফট ব্যাক জায়ান আহমেদ লম্বা থ্রো-ইন ও কর্নার থেকে আক্রমণ সাজিয়ে নজর কেড়েছেন।
প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হারের মতোই দ্বিতীয় ম্যাচেও শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। ফলে গ্রুপপর্বের দুই হারের পর চূড়ান্ত পর্বে খেলার আশা শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের।