থুতু ছিটিয়ে ছয় ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৩:২৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

লিগ কাপের ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ সেটেল সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালকের মুখে থুতু দেওয়ায় ছয় ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকা ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় লিগ কাপের শৃঙ্খলা কমিটি।
সুয়ারেজের আচরণের পর ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে ইন্টার মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস দুই ম্যাচ এবং ডিফেন্ডার টমাস আভিলেস তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
অন্যদিকে, সেটেল সাউন্ডার্সের কোচ স্টিফেন লেনহার্ট পাঁচ ম্যাচ ডাগ আউটে দাঁড়াতে পারবেন না।
এই নিষেধাজ্ঞাগুলো কেবল লিগ কাপের জন্য প্রযোজ্য। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) খেলার ক্ষেত্রে তাদের কোনো বাধা থাকবে না। তবে লিগ কমিটির বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি সংশ্লিষ্টদের আর্থিক জরিমানাও গুনতে হবে। যদিও জরিমানার পরিমাণ জানানো হয়নি।
উল্লেখযোগ্য বিষয় হলো, সুয়ারেজ ও বুসকেটসের সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি চলতি মেজর লিগ মৌসুম শেষে শেষ হয়ে যাবে। গুঞ্জন রয়েছে, ক্লাব তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। কিছু সংবাদমাধ্যমের দাবি, মৌসুম শেষে তারা অবসর নিতে পারেন। সে ক্ষেত্রে লিগ কাপের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই তারা ক্যারিয়ার শেষ করতে পারেন।