বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু


বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নান্নু

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে ক্রিকেট মহলে উত্তেজনা বেড়েই চলেছে। ধীরে ধীরে প্রার্থীরা নিজেদের অংশগ্রহণের ঘোষণা দিচ্ছেন। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবারও নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার জানা গেছে, বিসিবির পরিচালক পদে লড়বেন বাংলাদেশ দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু জানিয়েছেন, তিনি সাবেক অধিনায়কদের কোটায় নির্বাচন করবেন। বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে বোর্ডে যেতে পারেন এবং সেখানেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, এটা চিন্তাভাবনা তো আগে থেকেই করে রেখেছিলাম। তো আমাদের এখন কিছু জিনিস আছে যে, সাবেক অধিনায়কদের একটা বার আছে, ক্যাটাগরি সি। তো এই এই জায়গাটা এখনো জানি না কতটুকু কি হবে। তারপরও চিন্তাভাবনা পজিটিভ নিয়ে রেখেছি। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব।

তিনি আরও যোগ করেন, আমি অনেকদিন ধরে বিসিবির সঙ্গে সম্পৃক্ত আছি এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গায় আরও বেশি কাজ করতে হবে, এটা সবই জানা আছে আমার। তো এখানে সুযোগটা আসলে আরও বেশি সম্পৃক্ত হয়ে আরও বেশি কাজ করার সুযোগটা থাকবে। সেভাবে চিন্তাভাবনা করে এগোচ্ছি।

সাধারণত বিসিবির ২৩টি পরিচালক পদে তিনটি ক্যাটাগরিতে নির্বাচন হয়। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ১২ জন, এবং ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) থেকে একজনকে ভোট দিয়ে নির্বাচিত করেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক বোর্ডে আসেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×