গ্যালারিতে মেসি, ড্র নিয়ে মাঠ ছাড়লেন মায়ামি
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৩ এম, ২৭ জুলাই ২০২৫

ম্যাচ শুরুর আগে টিভি ক্যামেরা গ্যালারিতে খুঁজে নিল লিওনেল মেসিকে। তার সঙ্গে ছিলেন সদ্য ইন্টার মায়ামিতে যোগ দেওয়া আরেক আর্জেন্টাইন রদ্রিগো দে পল। দুজনকেই দেখা গেল হাস্যেজ্জ্বল। ম্যাচে অবশ্য তাদেরকে বা ঘরের মাঠের দর্শকদের খুব একটা আনন্দ দিতে পারল না ইন্টার মায়ামি।
মেসি ও জর্দি আলবার নিষেধাজ্ঞার পর ম্যাচটিকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল। কিন্তু ম্যাচের আগে যত কিছু হয়ে গেল, ম্যাচ ততটা ঘটনাবহুল হলো না। দুই দলের কোনোটি গোলের দেখাই পেল না। পয়েন্ট ভাগভাগি করে নিল ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটি।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে দুই দলের লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
গত বুধবার মেজর লিগ সকার অল স্টার দলের হয়ে ম্যাচ না খেলায় এই ম্যাচে নিষিদ্ধ হন মেসি ও আলবা। যেটি নিয় মেসি প্রচণ্ড ক্ষুব্ধ বলে জানিয়েছিলেন মায়ামির স্বত্বাধিকারীদের একজন হোর্হে মাস।
এই দুজনের সঙ্গে ইন্টার পায়নি মাক্সিমিলিয়ানো ফালকনকেও। হলুদ কার্ডের খাড়ায় বাইরে ছিলেন উরুগুয়ের এই ডিফেন্ডার। সেদিক থেকে বললে, পয়েন্ট তালিকার দুইয়ে থাকা সিনসিনাটির কাছ থেকে একটি পয়েন্ট আদায় করা খুব খারাপ ফল নয় মায়ামির জন্য।
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে মায়ামির ভরসা ছিলেন লুইস সুয়ারেস ও তাদেও আইয়েন্দে। কিন্তু তারা জ্বলে উঠতে পারেননি।
মায়ামির মাঠে তৃতীয় মিনিটেই দারুণ একটি আক্রমণ করে সিনসিনাটি। কিন্তু মায়ামিকে রক্ষা করেন অস্কার উস্কারির চোটের একাদশে সুযেগি পাওয়া গোলকিপার রক্কো রিওস নোভো।
মিনিট দুয়েক পরই পাল্টা আক্রমণ থেকে গোলমুখে ঢুকে অল্পের জন্য বল বাইরে মারেন মায়ামির আইয়েন্দে।
একাদশ মিনিটে মায়ামিকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ পান মেসির বদলে সেরা একাদশে জায়গা পাওয়া ফাফা পিকুঁ। লুইস সুয়ারেস বল বানিয় দিয়েছিলেন দারুণভাবে, বক্সের ভেতর ফাঁকায় থেকে হেড করেন পিকুঁ। অসাধারণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন সিনসিনাটির গোলকিপার রোমান স্যালেন্টানো।
প্রথমার্ধে টুকটাক আরও কিছু আক্রমণ করে দুই দলই। ৫০তম মিনিটে আবারও বিপজ্জনকভাবে বক্সে ঢুকে শট নেন পিকুঁ। এবারও দারুণভাবে রক্ষা করেন গোলকিপার স্যালেন্টানো। ৫৪তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও বাইরে মারেন সিনসিনাটির ইভান্ডার।
৫৭তম মিনিটে উড়ে আসা বল দারুণভাবে ধরে বক্সের ভেতর একজনকে কাটিয়ে শট নেন সুয়ারেস। বল লাগে বাইরের পাশের জালে।
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। ইভান্ডারের ফ্রি কিক থেকে লাফিয়ে হেড করে বল জালে পাঠান সিনসিনাটির ডিফেন্ডার মাইলস রবিনসন। কিন্তু তাদের উল্লাস দীর্ঘায়িতহয়নি। ফাউলের বাঁশি বাজান রেফারি। পরে ভিএআর দেখেও বহাল রাখেন সিদ্ধান্ত।
এই ড্রয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচে মায়ামি