সংবাদ সম্মেলনের ৪০ মিনিট পরই জানা গেল নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২৫

নারী কাবাডি বিশ্বকাপ সামনে রেখে দুপুরে এক সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু মাত্র ৪০ মিনিট পরই তারা জানতে পারে, প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় ফেডারেশনের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আয়োজকদের পাঠানো একটি ই-মেইলে বিশ্বকাপ স্থগিতের খবর আসে।
প্রাথমিকভাবে ঠিক ছিল, আগামী ৩ থেকে ১৩ আগস্ট ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। তবে অংশগ্রহণকারী দেশগুলোর কিছু প্রশাসনিক জটিলতার কারণে আয়োজকরা আপাতত আসরটি পিছিয়ে দিয়েছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, "সংবাদ সম্মেলন শেষে আমরা ই-মেইলটি পাই। টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কন্টিনজেন্ট তালিকার ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায় বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।"
এর আগে সংবাদ সম্মেলনে নেওয়াজ সোহাগ চাইনিজ তাইপেসহ কয়েকটি দেশের ভিসা-সংক্রান্ত জটিলতার কথাও উল্লেখ করেন। বাংলাদেশ দলও রোববার ভিসার জন্য আবেদন করতে যাচ্ছিল। তবে প্রতিযোগিতা স্থগিত হওয়ায় তা আর প্রয়োজন হচ্ছে না।
বিশ্বমঞ্চে খেলার সুযোগ হারানোয় হতাশ বাংলাদেশের নারী কাবাডি দলের খেলোয়াড়রা। তবে ফেডারেশন জানিয়েছে, তারা প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যাবে।
সোহাগ আরও বলেন, "বিশ্বকাপ স্থগিত হওয়া অবশ্যই দুঃখজনক। তবে আমরা আমাদের ক্যাম্প চালিয়ে যাব। কাবাডির উন্নয়নে ধারাবাহিক অনুশীলনের কোনো বিকল্প নেই।"