নিষেধাজ্ঞা পেলেন মেসি


নিষেধাজ্ঞা পেলেন মেসি

ইন্টার মিয়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা মেজর লিগ সকারে (এমএলস) এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের।

মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অনুষ্ঠিত অল স্টার ম্যাচের জন্য এমএলস কর্তৃপক্ষ মেসি ও আলবাকে প্রাথমিক দলে রেখেছিল। মিয়ামির হয়ে কেবল এই দুইজনই ছিলেন সেই দলে। কিন্তু ম্যাচে তাদের কেউই মাঠে নামেননি।

নিয়ম অনুযায়ী, চোট বা অন্য কোনো নির্দিষ্ট কারণ ছাড়া অল স্টার ম্যাচে না খেললে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়। মায়ামি ক্লাব পক্ষ থেকে এখনো স্পষ্ট করে জানানো হয়নি কেন মেসি ও আলবা ম্যাচে খেলেননি। তাই নিয়ম অনুযায়ী তাদের নিষিদ্ধ করা হয়েছে।

ফলে আগামী রবিবার, ২৭ জুলাই (স্থানীয় সময় অনুযায়ী) সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ও আলবাকে পাবে না ইন্টার মিয়ামি। এবারের এমএলস মৌসুমে এখন পর্যন্ত মেসি ১৭ ম্যাচে ১৮ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন। 

মেসির এই শাস্তি নিয়ে মায়ামির সহ-মালিক জর্জ মাস বললেন, ‘মেসি ভীষণ হতাশ। ও ভীষণ, ভীষণ ক্ষুব্ধও। আমিও মনে করি শাস্তিটা বেশি কঠোর হয়ে গেছে। মেসি-আলবা দুজনই বুঝতে পারছে না, একটা প্রদর্শনী ম্যাচ না খেললে শাস্তি পেতে হবে কেন?  আশা করছি এটা বড় প্রভাব ফেলবে না ভবিষ্যতে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×