অস্ট্রেলিয়া-বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে পাকিস্তান


অস্ট্রেলিয়া-বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে পাকিস্তান

আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে পাকিস্তান। ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার প্রস্তুতির অংশ হিসেবে আগেভাগেই পরিকল্পনায় নেমেছে অংশগ্রহণকারী দলগুলো। 

প্রথমে এই সময়ে কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল পাকিস্তানের। তবে এখন সেটি বদলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সাধারণত আইসিসির উপমহাদেশভিত্তিক টুর্নামেন্টগুলোর আগে উপযুক্ত কন্ডিশনের দেশগুলোতে সফর করে প্রস্তুতি নেয়। এর আগেও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তারা বাংলাদেশে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল, এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল।

২০২৬ সালের বিশ্বকাপ বসবে ভারত ও শ্রীলঙ্কায়, তাই ফেব্রুয়ারিতে পাকিস্তান সফর করার আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়া। এবার সেই সফরে তৃতীয় দল হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশও।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই আমরা চাই এমন একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে।”

সিরিজটি বাস্তবায়িত হলে এতে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল ম্যাচে। এই সিরিজ বিশ্বকাপের আগে দলগুলোকে ভালো প্রস্তুতির সুযোগ করে দেবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×