দেশের কুস্তিতে প্রথম নারী কোচের অভিষেক


দেশের কুস্তিতে প্রথম নারী কোচের অভিষেক

বাংলাদেশের কুস্তির ইতিহাসে প্রথমবারের মতো নারী কোচ হিসেবে দায়িত্ব পেলেন শিরিন সুলতানা। এক সময়ের তারকা কুস্তিগীর এখন নতুন ভূমিকায় শিষ্যদের অনুশীলনে ব্যস্ত। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান অনুশীলন ক্যাম্পে ৫২ জন কুস্তিগীরকে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।

শিরিন বলেন, ‘ইতিহাসের অংশ হতে কার না ইচ্ছে করে। আমিও সেই অংশের অংশীদার হলাম।’

তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে এই ক্যাম্প শুরু হয়েছে। অক্টোবর মাসে বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব গেমস। এরপর নভেম্বরে সৌদি আরবের রিয়াদে বসবে ইসলামিক সলিডারিটি গেমসের আসর। আগামী জানুয়ারিতে পাকিস্তানে হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। প্রতিটি আসরেই পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কুস্তিগীররা।

গত ৭ জুলাই শুরু হওয়া এই ক্যাম্পে কুস্তিগীরদের দুইবেলা অনুশীলন করাচ্ছেন কোচ শিরিন। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা এবং বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চলে তাদের ঘাম ঝরানোর পর্ব। শিরিন সুলতানা সলিডারিটি কোচেস কোর্স লেভেল-২ প্রশিক্ষণপ্রাপ্ত, যা তাকে এই দায়িত্ব পালনে বিশেষভাবে প্রস্তুত করেছে।

২০০৯ সালে কুস্তির সঙ্গে শিরিনের পথচলা শুরু হয়। ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন দৃপ্ত পদচারণা। ২০১২ সালে ইন্দো-বাংলা রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি ওজনশ্রেণিতে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৮ কেজিতে জিতেছিলেন রৌপ্যপদক। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে পেয়েছেন ব্রোঞ্জপদক। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে হয়েছিলেন চতুর্থ এবং অংশ নিয়েছিলেন এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসেও।

২০১৯ সালে প্রতিযোগিতামূলক কুস্তি থেকে অবসর নেন শিরিন সুলতানা। তবে খেলার প্রতি ভালোবাসা থেকেই এখন তিনি শিষ্য গড়ার কাজে নিয়োজিত। তার এই পথচলা কুস্তির ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×