বিমান দুর্ঘটনাগ্রস্তদের সিরিজ জয় উৎসর্গ করল টাইগাররা


বিমান দুর্ঘটনাগ্রস্তদের সিরিজ জয় উৎসর্গ করল টাইগাররা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হলো পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে। তবে এই জয়ের আনন্দে ভেসে না গিয়ে, টাইগাররা সিরিজটি উৎসর্গ করেছেন রাজধানীর দিয়াবাড়িতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে।

মঙ্গলবার (২১ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে পরাজিত করে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই জয় আসে এমন এক সময়ে, যখন সারা দেশ শোকাহত একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, "আমরা জানি গতকালের ঘটনাটি সকল বাংলাদেশিদের জন্য একটি হৃদয়বিদারক মুহূর্ত ছিল। এই সিরিজ জয় সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি উৎসর্গ করা হলো।"

উল্লেখ্য, দিয়াবাড়িতে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ৩১ জন প্রাণ হারান এবং আহত হন আরও ১৬১ জন। আহতদের অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্মরণীয় এই সিরিজ জয়ে লিটন আরও বলেন, "আমরা জানি যে আমরা তাদের শূন্যস্থান পূরণ করতে পারব না। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমাদের পক্ষ থেকে এই সিরিজটি উৎসর্গ করা হলো।"

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ১৩৩ রানে অলআউট হয়। দলের পক্ষে জাকের আলি অনিক খেলেন ৫৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। জবাবে পাকিস্তান মাত্র ১৫ রানেই হারায় পাঁচটি উইকেট। এরপর ফাহিম আশরাফের দৃঢ় ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি। ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে হেরে যায় সফরকারীরা।

ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়, যা একদিকে ইতিহাস, আর অন্যদিকে এক গভীর শোকের দিনে মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক হয়ে রইল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×