সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, অভিনন্দন উপদেষ্টার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:০৬ পিএম, ২১ জুলাই ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে বিশাল ব্যবধানে ৪-০ গোলে পরাজিত করে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। এই সাফল্যের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। খেলোয়াড়দের পাশাপাশি দলের কোচ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানান তিনি।
উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, "এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।"
বাংলাদেশ নারী ফুটবল দল এবার প্রথমবারের মতো এশিয়ান কাপের মঞ্চে অংশ নিতে যাচ্ছে। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই অনূর্ধ্ব-২০ নারী দল সাফ শিরোপা জিতে দেশবাসীকে আনন্দ দান করল। বয়সভিত্তিক নারী সাফ টুর্নামেন্টে বাংলাদেশের সফলতা দীর্ঘদিনের, যেখানে দেশটি ইতিমধ্যেই একাধিক শিরোপা অর্জন করেছে।