নন-পেনাল্টি গোলে রোনালদোকে টপকে শীর্ষে মেসি
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৬ পিএম, ২০ জুলাই ২০২৫

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যেন সময়ের সঙ্গে আরও শাণিত হচ্ছে। পেশাদার ক্যারিয়ারের শেষপ্রান্তে এসেও কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। এবার সেই লড়াইয়ে নতুন পালক যোগ করলেন মেসি—নন-পেনাল্টি গোলের দিক থেকে পেছনে ফেললেন ৪০ বছর বয়সী রোনালদোকে।
একুশ শতকে খেলা ফুটবলারদের মধ্যে পেনাল্টি ছাড়া সর্বোচ্চ ৭৬৪ গোল করে শীর্ষস্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো, যার নন-পেনাল্টি গোল সংখ্যা ৭৬৩টি। এই মাইলফলক ছুঁতে মেসির সময় লেগেছে রোনালদোর তুলনায় ১৬৭টি ম্যাচ কম।
মোট ক্যারিয়ারে মেসির গোল সংখ্যা এখন ৮৭৪টি, যা আটবারের ব্যালন ডি’অর জয়ীর অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ। রোনালদো, যিনি পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর, তাঁর মোট গোল ৮৩৮টি।
নন-পেনাল্টি গোলের এই তালিকায় মেসি ও রোনালদোর পর বাকি তিন শীর্ষ ফুটবলার হলেন রবার্ট লেভানডফস্কি (৬১৫ গোল), লুইস সুয়ারেজ (৫৩৭ গোল) এবং জ্লাতান ইব্রাহিমোভিচ (৪৮৮ গোল)।
দুই কিংবদন্তির এই গোলদৌড় যে এখনও শেষ হয়নি, সেটাই যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।