হোম সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৩ পিএম, ১৭ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকা সফরের দল থেকেই কাউকে বাদ দেওয়া হয়নি, অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই দল চূড়ান্ত করেছে বোর্ড।
আগামী ২০ জুলাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে।
শ্রীলংকা সফরে বাংলাদেশ দল প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করে ইতিহাস গড়ে। ব্যাটে ও বলে দলীয় পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সে কারণেই সফল দলের ধারাবাহিকতা বজায় রাখতে একই স্কোয়াড রাখা হয়েছে।
সফরে নেতৃত্বে থাকা লিটন কুমার দাসকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের বিপক্ষেও।
ঘোষিত দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।