বাংলাদেশ সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার


saurav/4fd5c61c3f5c614a3421ea0db0c426515f081194c7bc0e89.jpg

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। চারিত আসালাঙ্কার নেতৃত্বে গঠিত এ স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়। দলে ফিরেছেন দীর্ঘ এক বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া সাবেক অধিনায়ক দাসুন শানাকা ও অলরাউন্ডার চামিকা করুনারত্নে।

বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজে এরই মধ্যে টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক লঙ্কানরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও দুই দল রয়েছে ১-১ সমতায়। এবার সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি দলে আছেন সাম্প্রতিক ওয়ানডে সিরিজে খেলা কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো পরিচিত মুখ। এছাড়া দলে অন্তর্ভুক্ত হয়েছেন মহীশ তিকশানা, মাথিশা পাথিরানা, জেফ্রি ভ্যান্ডারসে এবং তরুণ পেসার ঈশান মালিঙ্গাও।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দ্বিতীয় ম্যাচ হবে ১৩ জুলাই ডাম্বুলায় এবং শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল (বাংলাদেশ সিরিজ):
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।

 

ঢাকাওয়াচ/এমএস 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×