টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৩:০৫ পিএম, ০৫ জুলাই ২০২৫

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচের জয়ের বিকল্প অন্য কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের। বাঁচামরার লড়াইয়ে এদিন টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।
এর আগে প্রথম ওয়ানডেতে শুরুর দিকে ভালো খেলেও অবিশ্বাস্য ব্যাটিং ধসে হেরেছিল বাংলাদেশ। ১ উইকেটে ১০০ রান করার পর ৫ রানের ব্যবধানে আরও ৭ উইকেট হারিয়েছিল মিরাজের দল। শেষ পর্যন্ত লঙ্কানদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৭ রানেই।