শ্রীলঙ্কার সাথে রেকর্ড ধসে লজ্জার হার বাংলাদেশের


February 4 2025/ban-vs-sl-dw-sd.webp

ধসে যাওয়ার শঙ্কায় দাঁড়িয়ে লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। তবু স্বাগতিক লঙ্কানদের ২৪৪ রানে অলআউট করে নাগালে রেখেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ভালো শুরুর পর হঠাৎ রেকর্ড ধস। ১০০ রানে ২ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট হয়ে যায় বাংলাদেশ। 

ওয়ানডেতে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এত কম রানে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি কোনো দল। শেষমেষ ১৬৭ রানে অলআউট হয়ে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে মেহেদী মিরাজের দল।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা শূন্য করে ফিরে যান। অন্য ওপেনার নিশান মাদুষ্কাকে (৬) ও চারে নামা কামিন্দু মেন্ডিস (০) ব্যর্থ হন।

চতুর্থ উইকেটে ৬০ রান যোগ করেন কুশল মেন্ডিস ও আশালঙ্কা। কুশল ৪৫ রান করে ফেরেন। পঞ্চম উইকেটে আশালঙ্কা ও লিয়ানাগে ৬৪ রানের জুটি দেন। লিয়ানাগেকে ২৯ রানে আউট করে জুটি ভাঙেন নাজমুল শান্ত।

আশালঙ্কা ছোট আরও দুটি জুটি গড়েন মিলান রত্নায়েকে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (২২) নিয়ে। ইনিংসের শেষ ওভার আউট হওয়ার আগে আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও চারটি ছক্কার শট তোলেন।

ধসে যাওয়ার শঙ্কায় দাঁড়িয়ে লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। তবু স্বাগতিক লঙ্কানদের ২৪৪ রানে অলআউট করে নাগালে রেখেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ভালো শুরুর পর হঠাৎ রেকর্ড ধস। ১০০ রানে ২ উইকেট থেকে ১০৫ রানে ৮ উইকেট হয়ে যায় বাংলাদেশ। 

ওয়ানডেতে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এত কম রানে এর আগে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায়নি কোনো দল। শেষমেষ ১৬৭ রানে অলআউট হয়ে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে মেহেদী মিরাজের দল।

বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা শূন্য করে ফিরে যান। অন্য ওপেনার নিশান মাদুষ্কাকে (৬) ও চারে নামা কামিন্দু মেন্ডিস (০) ব্যর্থ হন।

চতুর্থ উইকেটে ৬০ রান যোগ করেন কুশল মেন্ডিস ও আশালঙ্কা। কুশল ৪৫ রান করে ফেরেন। পঞ্চম উইকেটে আশালঙ্কা ও লিয়ানাগে ৬৪ রানের জুটি দেন। লিয়ানাগেকে ২৯ রানে আউট করে জুটি ভাঙেন নাজমুল শান্ত।

আশালঙ্কা ছোট আরও দুটি জুটি গড়েন মিলান রত্নায়েকে (২২) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (২২) নিয়ে। ইনিংসের শেষ ওভার আউট হওয়ার আগে আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। তিনি ছয়টি চার ও চারটি ছক্কার শট তোলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×