বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা


February 4 2025/ন্যাশনাল dw.webp

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট হয় লঙ্কানরা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১১০ রানের ইনিংস খেলেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১১৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় ইনিংসের শেষ ওভারে, তানজিম সাকিবের বলে আউট হয়ে। তিনে নামা কুশল মেন্ডিস করেন ৪৫ রান।

বাংলাদেশের বোলিং আক্রমণে শুরু থেকেই ছন্দে ছিলেন পেসার তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারে মেডেন দিয়ে শুরু করা এই ডানহাতি পেসার ১০ ওভারে মাত্র ৪৭ রানে শিকার করেন ৪ উইকেট। তাকে দারুণভাবে সঙ্গ দেন তানজিম সাকিব, যিনি নেন ৩ উইকেট।

এছাড়া একটি করে উইকেট শিকার করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিষেকে খেলতে নামা স্পিনার তানভীর ইসলাম।

উল্লেখ্য, প্রেমাদাসার ব্যাটিং সহায়ক উইকেটে শুরুতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। তবে শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। আসালাঙ্কার একক লড়াইয়েই তারা ২৪০’র ঘরে পৌঁছায়।

বাংলাদেশকে এখন ২৪৫ রানের লক্ষ্য ছুঁতে হবে সিরিজে ১-০তে এগিয়ে যেতে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×