মুস্তাফিজকে নিয়ে পরিষ্কার পরিকল্পনার কথা জানাল শ্রীলঙ্কা


February 4 2025/mustafizur-rahman-bpl-140525-1747226137.jpg

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। লাল বলের খেলায় ১-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে লঙ্কানরা। স্বাগতিকরা এবার টাইগারদের মুখোমুখি সাদা বলের ক্রিকেটে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।

একদিনের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন লঙ্কানদের অধিনায়ক চারিত আসালাঙ্কা। সেখানেই জানিয়েছেন, টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে তাদের সতর্কতার কথা।

ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। কলম্বোয় আজ সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেছেন, ‘মোস্তাফিজ দারুণ বোলার। সে আগেও তা প্রমাণ করেছে। বাংলাদেশের হয়ে অনেক উইকেট পেয়েছে। আমাদের তাকে নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনা আছে। আমরা জানি সে কতটা ভয়ংকর হতে পারে।’

মুখোমুখি দেখায় জয় পরাজয়ের হিসেবে ওয়ানডেতে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে শেষ দুটি সিরিজেই হেরেছে শ্রীলঙ্কা। এবারের সিরিজটাও তাই চ্যালেঞ্জ হিসেবেই দেখছে স্বাগতিকরা। আসালাঙ্কা বলেন, ‘প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, তারাও সাম্প্রতিক অতীতেও ভালো খেলেছে। আমরা শেষ যে ওয়ানডে সিরিজটা খেলেছি বাংলাদেশে, সেটিও মনে হয় বাংলাদেশ জিতেছে। তাই এটা কঠিন চ্যালেঞ্জ হবে।’

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×