বিপিএল নতুন মৌসুম ডিসেম্বরে, আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি


February 4 2025/2025_BPL_Trophy_20250630_163519006_20250630_221737632 (1).jpg

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর মাঠে গড়াবে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অনেকদিন ধরেই বিপিএলের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটিয়ে নতুন মৌসুমের সম্ভাব্য সময় জানালো বোর্ড। যদিও এবারের আসরে ঠিক কতটি দল অংশ নেবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

বোর্ড সভায় বিপিএল ছাড়াও দেশের ক্রিকেট কাঠামো উন্নয়ন এবং কিছু পুরোনো প্রথা পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিপিএলের আসন্ন আসরকে ঘিরে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন।

নতুন মৌসুমে বড় ধরনের পরিবর্তন আসতে পারে ফ্র্যাঞ্চাইজি তালিকায়। নিশ্চিতভাবে বাদ পড়ছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। তাদের মালিকপক্ষ ভ্যালেন্টাইন গ্রুপ খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংসের ভবিষ্যতও অনিশ্চিত।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে খেলা বাংলা টাইগার্স। যারা আবুধাবি টি-টেন, শ্রীলঙ্কা টি-টেন এবং জিম আফ্রো লিগে সফলভাবে দল পরিচালনা করছে।

এদিকে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে জানা গেছে। তবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার পরই দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।

নতুন দল আনার পরিকল্পনাও রয়েছে বিসিবির। নোয়াখালী রয়্যালস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যেই তারা বিসিবিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×