২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা

শ্রীলঙ্কা ও ভারতে হতে যাওয়া আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো কানাডা। আমেরিকান অঞ্চলের বাছাইয়ে টানা পঞ্চম ম্যাচ জিতে বিশ্বকাপের টিকিট কাটলো তারা।

২০২৪ সালের বিশ্বকাপেও তারা খেলেছিল। আগেই যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলা নিশ্চিত করায় ঘরে অনুষ্ঠিত বাছাইয়ে কানাডা ছিল ফেভারিট।

সবশেষ ম্যাচে বাহামাসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করায় ১৩তম দল হিসেবে মূল পর্বের টিকিট কাটলো কানাডা। এনিয়ে দ্বিতীয়বার তারা বিশ্বমঞ্চে।

১৯.৫ ওভারে বাহামাসকে ৫৭ রানে গুটিয়ে দেয় কানাডা। কালিম সানা চার ওভারে ৬ রানে ৩ উইকেট নেন। আনশ প্যাটেল ৭ রানে পান ২ উইকেট। শিভাম শর্মা ২.৫ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট।

দিলিপ্রীত বাজওয়া ১৪ বলে ৩৬ রানে অপরাজিত থেকে ৫.৩ ওভারে লক্ষ্য পূরণ করেন।

আগামী রবিবার বারমুডার সঙ্গে কানাডা শেষ ম্যাচ খেলবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×