গলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করল বাংলাদেশ


গলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিকরা শেষ পর্যন্ত করতে পেরেছে ৪ উইকেটে ৭২ রান। 

৩২তম ওভারে তাইজুল ইসলামের করা শেষ বলটিতে রিভিউয়ের আবেদন করেছিল বাংলাদেশ দল। আম্পায়ার প্রথমে আউট দেননি। এরপর রিভিউ নেয় টাইগাররা। তবে রিভিউয়ে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। তাতে বেঁচে যান ধনঞ্জায়া ডি সিলভা। দিনের খেলা তখনো ৫ ওভার বাকি, জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬ উইকেট। এমন অবস্থায় ড্র মেনে নেন টাইগার অধিনায়ক শান্ত ও ডি সিলভা। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×