শান্ত সেঞ্চুরিতে শ্রীলংকাকে ২৯৬ রানের টার্গেট দিল বাংলাদেশ


শান্ত সেঞ্চুরিতে শ্রীলংকাকে ২৯৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য শ্রীলংকাকে ২৯৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৬ উইকেটে ২৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে টাইগাররা। শান্ত ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। 

প্রথম ইনিংসেও সেঞ্চুরি স্বাদ নিয়ে ১৪৮ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ফলে টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা বিশ্বের ১৬তম ব্যাটার শান্ত। এছাড়া বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির নজির গড়লেন শান্ত।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ১৮৭ রানে এগিয়ে ছিল টাইগাররা।

২২ রান নিয়ে খেলতে নেমে পঞ্চম দিন ৪৯ রানে রান আউট হন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়েন মুশফিক ও নাজমুল হোসেন শান্ত। 

এরপর এক প্রান্ত আগলে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন শান্ত। ইনিংস ঘোষণার আগে ১২৫ রানে অপরাজিত থাকেন শান্ত। তার ১৯৯ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা ছিল। 

বল হাতে শ্রীলংকার থারিন্দু রত্নায়েকে ৩ উইকেট নেন। 

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৯৫ ও শ্রীলংকা ৪৮৫ রান করেছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×