অভিষেকে খেলেন বেধড়ক পিটুনি, ২৪ বলে ১৬টি চার-ছক্কা খেয়ে লজ্জার রেকর্ড


অভিষেকে খেলেন বেধড়ক পিটুনি, ২৪ বলে ১৬টি চার-ছক্কা খেয়ে লজ্জার রেকর্ড

আয়ারল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেকে লজ্জার রেকর্ড গড়েছেন পেসার লিয়াম ম্যাকার্থির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভার বল করে দিয়েছেন ৮১ রান। টি-টোয়েন্টির অভিষেকে এর আগে এত রান কোনো বোলারই হজম করেননি।

যদিও গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৯৩ রান দিয়েছিলেন গাম্বিয়ার মুসা জোবার্তে। তবে টেস্ট খেলুড়ে কোনো দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং ম্যাকার্থিরই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দিয়ে এত দিন টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন কাসুন রাজিথা।

রোববার (১৫ জুন) ম্যাকার্থি ২৪টি বল করে চার-ছক্কাই হজম করেছেন ১৬টি। ৫টি ছক্কার সঙ্গে খেয়েছেন ১১টি চার। ম্যাকার্থি ছাড়া আরও তিনজন ৪ ওভারে কমপক্ষে ৫০ রান দিয়েছেন। তাতেই ওয়েস্ট ইন্ডিজ তুলেছে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৬ রান

ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন ম্যাকার্থি। তার প্রথম দুই বলে টানা দুটি ছক্কা মারেন শাই হোপ। প্রথম ওভারে ম্যাকার্থি খরচ করেন ২১ রান। নবম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে আবারও বেধড়ক পিটুনি খান। এভিন লুইস এক ছক্কা ও চারটি চার মেরে ওই ওভারে তুলেছেন ২৪ রান।

এরপর নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে ১৮ করে রান দেন ম্যাকার্থি। এভাবেই নিজের ৪ ওভারে মোট ৮১ রান খরচ করেন এই আইরিশ পেসার। 

২৫৭ রানের বিশাল লক্ষ‍্য দিয়ে আয়ারল‍্যান্ডকে ৭ উইকেটে ১৯৪ রানে থামিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা ম্যাচ জিতেছে ৬২ রানে, সঙ্গে সিরিজও। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি যে প্রবল বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল!

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×