এশিয়ান কাপের চাবি এখনও হামজা শোমিতদের হাতেই


এশিয়ান কাপের চাবি এখনও হামজা শোমিতদের হাতেই

চারদিকেই যেন হতাশার মেঘ। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরে বাংলাদেশের ফুটবল আবার মুখ থুবড়ে পড়েছে, অনেকে এমনটাই ভাবছেন। কিন্তু কাগজে-কলমে দেখলে কিছুই শেষ হয়ে যায়নি। বরং এশিয়ান কাপে খেলার স্বপ্নটা এখনো বেঁচে আছে। আর সেই স্বপ্ন পূরণের চাবিটা এখনো হামজা চৌধুরীদের হাতেই রয়েছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×