দুই লিটার পানির দাম ৬০০ টাকা চাচ্ছেন বিক্রেতারা!


দুই লিটার পানির দাম ৬০০ টাকা চাচ্ছেন বিক্রেতারা!

এএফসি এশিয়ান বাছাইপর্বে আজ বাংলাদেশের প্রথম হোম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রতিপক্ষ সিঙ্গাপুর, ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। কিন্তু ম্যাচের ঘণ্টা কয়েক আগেই ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে ফুটবলপ্রেমীদের ঢল নেমেছে। এরই মধ্যে স্টেডিয়ামও কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু খেলা দেখতে আসা অনেকের অভিযোগ, স্টেডিয়াম কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে দর্শকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।  

হাতে দুই লিটারের পানির বোতল নিয়ে ক্ষুব্ধ এক দর্শক বলেন, ‘বাচ্চাকে স্টেডিয়ামে রেখে ১ ঘণ্টা যাবত পানি খুঁজতেছি। একটা দুই লিটারের পানির বোতল ৬০০ টাকা দাম চাইছে আমার কাছে।’

এত দাম কিভাবে সম্ভব প্রশ্ন করে তিনি নিজেই উত্তর দেন, ‘এইটা আমাদের দেশে সম্ভব। সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ।’ 

স্টেডিয়ামে আসা আরেক দর্শক জানান, ভেতরে কোনো নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি পানির বোতলও নয়। 

তিনি বলেন, খেলা শুরুর অনেক আগে স্টেডিয়ামে ঢুকেছি। খাবার-পানি নিয়ে আসতে পারেনি। এখন ক্ষুধা-তৃষ্ণা লাগলেতো এত বেশি দাম দিয়ে আমার খাবার-পানি কেনা সম্ভব নয়। আয়োজকদের উচিত ছিল দর্শকদের কথাও ভাবা।  

এর আগে দুপুরে দেখা যায়, তীব্র রোদ উপেক্ষা করেই স্টেডিয়ামের সব প্রবেশপথে লাইন ধরে দাঁড়িয়ে আছেন হাজারো সমর্থক। পল্টন মোড় থেকে শুরু করে স্টেডিয়ামের চারপাশজুড়েই ফুটবলপ্রেমীদের সরব উপস্থিতি প্রমাণ করছে দলকে ঘিরে সাধারণ মানুষের আবেগ ও প্রত্যাশা কতটা তীব্র।

ভুটান ম্যাচে ভোগান্তির স্মৃতি এখনও টাটকা। তাই এবার অনেকেই সময়মতো মাঠে আসার চেষ্টা করেছেন। পল্লবী থেকে আসা সমর্থক শাহেদ জানান, ভুটান ম্যাচে টিকিট থাকার পরেও মাঠে ঢুকতে পারিনি। এবার তাই আগেভাগেই চলে এসেছি, দলকে সমর্থন দিতে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনায়, দুপুর ২টা থেকেই গেট খুলে দেয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শকদের প্রবেশের সুযোগ থাকবে।

জাতীয় দল আজ মাঠে নামবে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী ও সমিতের নেতৃত্বে। ফুটবলপাড়া ইতোমধ্যেই ম্যাচ ঘিরে গরম, আর স্টেডিয়ামের চিত্র তারই স্পষ্ট প্রতিফলন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×