আইপিএল ফাইনাল: কোহলির জন্যই শিরোপা জিততে চায় বেঙ্গালুরু


আইপিএল ফাইনাল: কোহলির জন্যই শিরোপা জিততে চায় বেঙ্গালুরু

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা। তবুও শিরোপার ছোঁয়া মেলেনি। আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি হয়ে উঠলেও, আইপিএলের মঞ্চে এখনও অধরা বিরাট কোহলির শিরোপা স্বপ্ন। তবে এবার আবারও সামনে সুযোগ। আর সেই সুযোগকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আজ, মঙ্গলবার ফাইনালে জায়গা করে নেওয়ার ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ম্যাচটি জিতলেই কোহলির দল উঠবে ফাইনালে। বেঙ্গালুরুর বর্তমান অধিনায়ক রজত পাতিদার জানালেন, দলের প্রেরণার মূল উৎস কোহলিই। তাঁর কথায়, 'কোহলির জন্যই আমরা শিরোপা জিততে চাই। এত বছর ধরে দলকে অনেক কিছু দিয়েছেন তিনি। এবার আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাকে উপহার দিতে চাই সেই কাঙ্ক্ষিত ট্রফি।' 

বেঙ্গালুরু এখন পর্যন্ত তিনবার আইপিএল ফাইনালে উঠেছে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে। তবে প্রতিবারই হতাশ হতে হয়েছে। ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে সেই স্বপ্ন অপূর্ণ থেকেছে। 

ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। তবে ভেন্যু যেখানেই হোক, কোহলির জন্য সমর্থনের ঢল নামবে সেটি নিশ্চিত। ভারতের নানা প্রান্ত থেকে আগত সমর্থকরা ইতোমধ্যেই ভিড় জমিয়েছেন মাঠে, কোহলিকে একনজর দেখতে ও বেঙ্গালুরুকে উৎসাহ দিতে।

রজত পাতিদার আরও বলেন, 'আমরা ফাইনালের কথা মাথায় রেখে নামছি না। আমাদের লক্ষ্য সেরা ক্রিকেটটা খেলা। মাঠে নামলেই বোঝা যায়, এটা আমাদেরই ঘরের মাঠ। দর্শকেরা যেভাবে পাশে থাকেন, সেটা অনুপ্রেরণার মতো।'

তবে দলে কিছুটা চিন্তার ভাঁজও রয়েছে। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে না খেলা ব্যাটসম্যান টিম ডেভিডকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পাতিদার জানান, 'এখনও পর্যন্ত ডেভিডকে নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছেন। আশা করি আজ (সোমবার) রাতের মধ্যেই সিদ্ধান্ত জানা যাবে।'

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×