নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত


নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। তবে বছর খানেক হয়ে গেল ফিরেছেন মাঠের ক্রিকেটে। এখন ফেরার অপেক্ষায় বাংলাদেশের জার্সিতে।

জাতীয় দলে খেলতে হলে দীর্ঘ প্রতিযোগিতায় পাশ করেই খেলতে হবে এবাদতকে। কেননা দলে এখন বেশ প্রতিযোগিতা যা মানেন এবাদতও। আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এবাদত বলেন, ‘২০২২ সালের পর থেকে আমাদের সুস্থ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন।'

'বিশেষ করে আমাদের পেস বোলিংয়ে সবাই প্রায় সমান। যে কাউকে যেকোনো সংস্করণে নিতে পারেন। এ জিনিসটা আমাদের জন্য খুবই ভালো। আমরা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করছি। সবাই ১৯–২০। এটা খুব ভালো জিনিস।’

নিজের ছন্দ খুঁজে পাওয়া নিয়ে এবাদত বলেন, ‘আমার ব্যাপারে বলব, এখন আমার ছন্দটা অনেক ভালো। যেই ছন্দে আগে ছিলাম, সেটা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ।’

মিরপুরে নিজেদের প্রস্তুতি নিয়ে এবাদত বলেন, ‘ব্যাটিং স্বর্গ বলতে হয় এই (অনুশীলনের) উইকেটটা, এই জায়গায়ও অনেক জোরে জোরে বল করছে। আমরা বোলাররা চেয়েছি, সবাই টেস্ট লেংথে বোলিং করতে। ব্যাটাররা যেন আরামে খেলতে না পারে। ভালো বলগুলো যেন ডিফেন্স করে। বাজে বলগুলো তারা পানিশ করেছে। সব মিলিয়ে দলের সবাই ভালো আছে।’

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×