রাকিবুলের ঝুলিতে ৭, দিন শেষে চালকের আসনে ইমার্জিং দল


রাকিবুলের ঝুলিতে ৭, দিন শেষে চালকের আসনে ইমার্জিং দল

চট্টগ্রামে স্পিনার রাকিবুল হাসানের দুর্দান্ত ঘুর্ণিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তৃতীয় দিন শেষে দাপুটে অবস্থানে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচের তৃতীয় দিনে আজ (বৃহস্পতিবার) প্রোটিয়ারা ২৪৩ রানে গুটিয়ে গেছে। যেখানে বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান একাই শিকার করেছেন ৭ উইকেট।

বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৩০৮ রান। জবাব দিতে নেমে রাকিবুলের বোলিং তোপে প্রোটিয়ারা ২৪৩ রানে অলআউট হয়, খেলতে পারেনি ৯০ ওভারও। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন অধিনায়ক জর্জ মারথিউনাস ভন হারডিন। এছাড়া আর কেউই অর্ধশতক করতে পারেননি।

৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৩ ওভার ব্যাট করে দিনের খেলা শেষ করার আগে টাইগাররা করেছে ৫ রান, হারিয়ে ফেলেছে জোড়া উইকেট। সাজঘরে ফিরেছেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আইচ মোল্লা ও অধিনায়ক শাহাদাত হোসেন দিপু দুজনই শূন্য রানে অপরাজিত রয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×