নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ‘এ’ দল; হারলো


নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ‘এ’ দল; হারলো

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে ৭০ রানের ব্যবধানে হেরে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের শেষ ৩ ওভার দেখেশুনে কাটিয়ে দিতে পারলেই ম্যাচ বাঁচানো যেত। অথচ এমন সহজ সমীকরণ সামনে পেয়েও ওই তিন ওভারে ৩ উইকেট খুইয়ে হারের মুখ দেখেছে বাংলাদেশ ‘এ’ দল।

এর মধ্যে ৪১ বল খেলে ৭ রান করে ফেরেন বাঁহাতি স্পিনার মুরাদ। এরপর ম্যাচ বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়া এনামুল হক বিজয় দুই বলের বেশি খেলতে পারেননি। এরপর পেসার এবাদত হোসেনও তড়িঘড়ি সাজঘরে ফেরেন। ১৭০ রানে ৬ উইকেট থেকে মুহূর্তেই ১৭০ রানে ৯ উইকেটে পরিণত হয় দল। এরপর দলীয় ১৭৫ রানে শেষ ব্যাটার হিসেবে খালেদ আউট হলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে সিলেটে টস জিতে বোলিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ। দলটির হয়ে মিশেল হে ৮১ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ৬ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ২৬৮ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। অধিনায়ক নুরুল হাসান ৮৮ বলে ১০৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার সেঞ্চুরির পরও ১২ রানের বেশি লিড নিতে পারেনি বাংলাদেশ ‘এ’।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৭ রান তোলে। তিনে ব্যাট করা নিক কেলি ২০৭ বল খেলে ১২২ রানের দারুণ ইনিংস খেলেন। ওপেনার জো কার্টার ৫৭ রানের ইনিংস খেলেন। হাসান মুরাদ ৫টি ও নাঈম হাসান নেন ৪ উইকেট।

২৪৬ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। মাহিদুল ইসলাম অঙ্কন (৫৭*) এবং জাকির হাসান (৫০) জোড়া ফিফটি করলেও তা শেষ পর্যন্ত দলের হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

নিউজিল্যান্ডের পক্ষে দলটির ভারতীয় বংশোদ্ভূত স্পিনার আদিত্য অশোক ৫ উইকেট নিয়ে নুরুলদের ধসিয়ে দেওয়ায় বড় ভূমিকা রেখেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×