দুই বছর নাই ক্রিকেটে, তারপরেও জাতীয় দলের অধিনায়ক


4113.webp

ক্যারিবিয়ান ক্রিকেটের দুর্দিন যেন আর শেষ হচ্ছে না। নিয়মিতই চলছে ভাঙা-গড়ার খেলা। গত মার্চে হুট করেই টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের দুই অধিনায়কের একজন পদত্যাগ এবং অন্যজনকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর রভম্যান পাওয়েলের জায়গায় ওয়ানডে অধিনায়ক করা হয় শেই হোপকে। এবার টেস্ট ফরম্যাটের নেতৃত্বভার তুলে দেওয়া হলো রোস্টন চেজের হাতে। 

পরিসংখ্যান কিন্তু বলছে ভিন্ন কথা। অল-রাউন্ডার রোস্টন চেজ গত দুই বছর ধরে টেস্টই খেলছেন না! ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর উইন্ডিজরা তাকে ছাড়াই আরও ১৩টি টেস্ট খেলেছে। তাছাড়া এই ফরম্যাটে তার নেতৃত্বের অভিজ্ঞতাও নেই। এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন চেজ।


টেস্ট অধিনায়কত্বের অভিজ্ঞতা না থাকলেও চেজ এই ফরম্যাটে ৪৯টি ম্যাচ খেলেছেন। অর্থাৎ, ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন চেজ। টেস্টে এখন পর্যন্ত ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিসহ সংগ্রহ করেছেন ২ হাজার ২৬৫ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৫ উইকেট। আগামী ২৫ জুন থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে ক্যারিবীয়রা।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×