আইপিএল স্বপ্নের তীরে এসে তরী ডুবল না মোস্তাফিজের, আজ এনওসি পেলেন


images (5).jpg

শেষ পর্যন্ত আইপিএলে খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি। চলতি মৌসুমের শেষ ভাগে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া এই পেসার ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ভারতের মাটিতে আইপিএলের শেষ অংশে অংশ নিতে পারবেন।

শুক্রবার (১৬ মে) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজকে নির্দিষ্ট সময়ের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) প্রদান করা হয়েছে।

তবে এনওসি শুরুর আগের দিনই মাঠে নামবে টাইগাররা। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজাহতে শুরু হচ্ছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মোস্তাফিজকে সেই ম্যাচে জাতীয় দল পাবে সেটি বিসিবি নিশ্চিত করেছে। সূত্র মতে মোস্তাফিজ সেই রাতেই দিল্লি দলের সাথে যোগ দিবেন।

এদিকে পাক-ভারত যুদ্ধের পর এক সপ্তাহ স্থগিতের পর আবারও শুরু হচ্ছে আইপিএল। বিরতির পর অনেক বিদেশি তারকা ভারতে ফিরতে না চাওয়ায় ভাগ্য খুলে যায় ফিজের। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএলে ফিরতে অস্বীকৃতি জানালে দিল্লি দলে ভেড়ায় মোস্তাফিজকে। তবে সম্প্রতি মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। জাতীয় দলের আসন্ন দুই সিরিজের কথা মাথায় রেখে বিসিবি তাকে আইপিএল খেলার অনুমতি দিবে নাকি না তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে শেষ পর্যন্ত অনুমতি পেলেন এই কাটার মাস্টার।

শেষ পর্যন্ত আইপিএলে খেলার এনওসি পেলেন মোস্তাফিজ আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন মোস্তাফিজ এনওসি পাওয়ায় ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলের ব্যস্ততায় থাকবেন মোস্তাফিজ। তবে তার আগে জাতীয় দলের জার্সিতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে তাকে, যেটি হবে লিটন দাসের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×