এবার আইপিএলের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান


এবার আইপিএলের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে। ভারত সরকার শুরুতে পাকিস্তানের সম্প্রচার চ্যানেল বন্ধ করে দিয়ে থাকেন, এরপর পাকিস্তানি তারকা ক্রিকেটার ও সেলিব্রেটিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করে রাখে ভারতে।

এবার পাকিস্তান সরকার দেশজুড়ে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিংয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পদক্ষেপটি এসেছে ভারত কর্তৃক পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার বন্ধ করার পাল্টা পদক্ষেপ হিসেবে।

সম্প্রতি ফ্যানকোড নামক ভারতীয় স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিএসএলের সম্প্রচার হঠাৎ করে বন্ধ করে দেয়। প্ল্যাটফর্মটি পিএসএলের সব ধরনের ভিডিও কনটেন্ট, হাইলাইটস এবং লাইভ সম্প্রচার তুলে নেয়। এর আগে সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং ক্রিকবাজসহ অন্যান্য ভারতীয় মিডিয়া প্রতিষ্ঠানও পিএসএল কভারেজ থেকে নিজেদের গুটিয়ে নেয়।

এর জবাবে পাকিস্তান কর্তৃপক্ষ এখন আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করেছে, যার ফলে পাকিস্তানি দর্শকরা আর স্থানীয় টিভি চ্যানেল বা ডিজিটাল অ্যাপের মাধ্যমে আইপিএল দেখতে পারবেন না। এখন পর্যন্ত পাকিস্তানে আইপিএল বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে দেখা যেত।

এই নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দেয়, যার পেছনে সাম্প্রতিক পাহালগামে ঘটনার বড় ভূমিকা রয়েছে। এর ফলে শুধু দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্কই নয়, গোটা অঞ্চলের ক্রিকেটীয় পরিবেশ অনিশ্চয়তার মুখে পড়েছে। এমনকি আসন্ন এশিয়া কাপ ২০২৫ নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×