সিলেটে ম্যাচ চলাকালীন মারা গেলেন বিসিবির কর্মকর্তা


সিলেটে ম্যাচ চলাকালীন মারা গেলেন বিসিবির কর্মকর্তা
ইকরাম চৌধুরী

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন দায়িত্বরত অবস্থায় বিসিবির কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। 

ইকরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি তার মৃত্যুতে শোক জানিয়েছে।

ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। বিসিবির নিরাপত্তা কমিটির সঙ্গে তিনি ২০১৪ সাল থেকে কাজ করে আসছিলেন। এছাড়া অভিজ্ঞ একজন ক্রীড়া সংগঠক ছিলেন তিনি। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×