রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে আমাদের খুঁজে পাওয়া যায় না: হাসনাত


রক্ত দিতে হলে আগে থাকি, ক্ষমতার প্রশ্ন এলে আমাদের খুঁজে পাওয়া যায় না: হাসনাত

রাজনৈতিক অংশীদারিত্বের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজেই পাওয়া যায় না।”

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি দুটি ছবি কোলাজ করে প্রকাশ করেন, যা বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতা নিয়ে এক ধরনের প্রতীকী বার্তা বহন করে।

প্রথম ছবিতে দেখা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে ফিরেছিলেন ড. মুহাম্মদ ইউনূস, তখন তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। ছবিতে ড. ইউনূসের পাশে যাদের দেখা গেছে, তাদের মধ্যে রয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ ও উমামা ফাতেমা।

কোলাজের নিচের অংশে থাকা ছবিটি তুলেছে গতকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে। সেখানে প্রধান উপদেষ্টার পাশে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এই দুই ছবি পাশাপাশি বসিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো- এই ছবিতে যা দেখা যাচ্ছে। রক্ত দেওয়ার সময় আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজেই পাওয়া যায় না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×