যেখান থেকে শাহজালাল বিমানবন্দরের আগুনের সূত্রপাত


যেখান থেকে শাহজালাল বিমানবন্দরের আগুনের সূত্রপাত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার কিছুক্ষণ পর শুরু হওয়া এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, যার ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, “কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত করা হয়েছে।”

ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের অন্তত ৩০টি ইউনিট কাজ করছে। একই সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে বিমানবাহিনী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এয়ারপোর্ট সিকিউরিটি ইউনিট, রেড ক্রিসেন্ট সোসাইটির দল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হয় কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে। কার্গো কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউনের একটি অংশে আগুন লাগার পরপরই পাশের গুদামগুলোতে তা ছড়িয়ে যায় এবং কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়, জানান সেখানে অবস্থানরত একাধিক ব্যক্তি।

তাদের ভাষ্য অনুযায়ী, আগুনের তাপ এতটাই প্রবল ছিল যে দূর থেকেও তা স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল। আতঙ্কে অনেকে দৌড়ে নিরাপদে সরে যান।

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কুরিয়ার সার্ভিস, এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিট এবং বেসরকারি আমদানি-রপ্তানি প্রতিষ্ঠানগুলোর মালামাল।

অবস্থা সামাল দিতে কার্গো ভিলেজ এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণে আনা হয়েছে, যাতে দমকল কর্মীদের আগুন নেভানো ও উদ্ধারকাজে কোনো বিঘ্ন না ঘটে। এ ঘটনায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×