বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা


বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা

সীমিত ওভারের ক্রিকেটে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল। আগামী আগস্টে দুই দলের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, সমসংখ্যক টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

১৩ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে পা রাখবে। ১৭ আগস্ট প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ২০ আগস্ট। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে।

এরপর চট্টগ্রামে ২৬ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ খেলেই দুই দল ফিরে আসবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ দুটি মাঠে গড়াবে ২৯ এবং ৩১ আগস্ট। 

এক বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সিরিজটি নিয়ে বলেছেন, ‘এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে একটি হওয়ার প্রতিশ্রুতি দেয়। ভারত সকল সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মানদণ্ড স্থাপন করেছে এবং উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতাটি উপভোগ করবেন।’

তিনি আরও যোগ করেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে এবং আমি নিশ্চিত যে এটি আরেকটি কঠিন এবং বিনোদনমূলক সিরিজ হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×