শাহজালাল বিমানবন্দরে আগুন: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন


শাহজালাল বিমানবন্দরে আগুন: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান কাজ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান, ঘটনার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং দায়-দায়িত্ব নির্ধারণ করা। এছাড়া ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করাও কমিটির অঙ্গীকার।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. নওসাদ হোসেন গত ১৮ অক্টোবর শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। কমিটির নেতৃত্বে থাকবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি) ও এতে একজন সদস্য হিসেবে থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি।

তদন্ত কমিটিতে রয়েছেন মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে প্রতিবেদন জমা দেবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×