বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, নিহত হয়নি কেউ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৩৯ এম, ১৯ অক্টোবর ২০২৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল নিশ্চিত করেছেন, আগুন আর বাড়ার কোনও সম্ভাবনা নেই এবং এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় শাহজালালের ৮ নম্বর গেটের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
জাহেদ কামাল বলেন, “আগুন লাগার খবর পেয়ে দুপুর ২টা ৫০ মিনিটে আমাদের ইউনিট এখানে চলে আসে। এরপর থেকে আমাদের ফায়ার ফাইটিংয়ের কাজ শুরু হয়। আমরা যখন আসি, তখন আমাদের এখানে এভিয়েশনের যে ফায়ার ফাইটিং ভেহিক্যাল ছিল, সেগুলোও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানামতে কোনো নিহত নেই।”
তিনি আরও জানান, রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে শুধু আগুন নির্বাপণের কাজ অব্যাহত আছে। তিনি বলেন, “বর্তমানে আমরা আগুন নির্বাপণের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপণের কাজটা করে যাচ্ছি।”
মহাপরিচালক জানিয়েছেন, এই আগুনের ঘটনায় দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। এছাড়া কিছু আনসার সদস্যের প্রাথমিকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে তা নিশ্চিত নয়।
জাহেদ কামাল বলেন, “আমাদের যে জায়গায় আগুনের ঘটনা, এটা হচ্ছে আমদানি কার্গো যে রাখার জায়গা, আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজের মতো জায়গা, যেখানে খোলা জায়গায় এবং বদ্ধ জায়গায় বা বিভিন্ন স্টোরে বিভিন্ন মালামালগুলি রক্ষিত আছে এবং আমরা সেগুলোতে আগুন নেভানোর কাজ করেছি।”
আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি, তিনি বলেন, “আগুনের সূত্রপাতটা আগুন নেভানোর পরে এটা বলা যাবে তদন্ত সাপেক্ষে। এখন আমরা এটা বলতে পারছি না।”
আগুন নেভাতে বিলম্বের কারণ হিসেবে তিনি বাতাসের প্রভাবকে উল্লেখ করেন। যেহেতু এটি একটি খোলা এলাকা ছিল, প্রচুর বাতাসের কারণে অক্সিজেন সরবরাহ অব্যাহত ছিল, যা আগুন জ্বলতে সাহায্য করেছিল। তিনি বলেন, “যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন।”
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, আগুন নেভানোর পাশাপাশি মালামাল বের করার কাজ চলছিল। তবে ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা সম্ভব নয়।
জাহেদ কামাল শেষ করেছেন, “এটা আমার ধারণা আর বেশিক্ষণ লাগবে না। কারণ অলরেডি আমাদের পুরা কন্ট্রোলে চলে আসছে। আধা ঘণ্টার বেশি সময় লাগতে পারে।”