ইন্টার মায়ামিতে চুক্তি বাড়াচ্ছেন মেসি


ইন্টার মায়ামিতে চুক্তি বাড়াচ্ছেন মেসি
লিওনেল মেসি

সম্পর্ক দীর্ঘায়িত হচ্ছে লিওনেল মেসি ও ইন্টার ময়ামির। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান চুক্তি শেষ হলেও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, দুইপক্ষই সম্মত হয়েছে নতুন চুক্তির বিষয়ে।

মেসিতেই বদলে গেছে মেজর লিগ সকারের চিত্র। শুধু ইন্টার মায়ামি নয়, মেসি আসার সুফল পাচ্ছে গোটা আমেরিকান ফুটবল। তাই মায়ামি চাচ্ছে মেসির যক্তরাষ্ট্র অধ্যায় লম্বা হোক আরও, একই চাওয়া মেজর লিগ সকার কর্তৃপক্ষেরও। কারণ বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের বদৌলতেই যে এমএলএস জনপ্রিয়তা পেয়েছে।

হাতে এখনও বেশ খানিকটা সময় থাকলেও এরইমধ্যে মেসির চুক্তি নিয়ে সুখবর দিয়েছে ইন্টার মায়ামি। আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবটির ব্যবস্থাপনা প্রধান জর্জ মাস জানান, নতুন করে চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন মেসি। তবে এই কার্যক্রম সম্পন্ন হতে আরও দুই থেকে তিন মাস লাগবে বলে ধারণা করা হচ্ছে।

জর্জ মাস বলেন, ‘আশা করছি আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। আমাদের সবার স্বপ্ন এখন নতুন স্টেডিয়ামে মেসিকে খেলতে দেখা। আগামী বছর মার্চেই হয়তো শুরু হবে নতুন স্টেডিয়ামের পথচলা। আমি বিশ্বাস করি, সেখানে প্রথম ম্যাচেই আমাদের অধিনায়ক মেসিকে দেখা যাবে।’

বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে লিওনেল মেসিকে যুক্তরাষ্ট্রে রাখতে বদ্ধপরিকর এমএলএস। এ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করছে ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশন। কারণ সামনের বছর কানাডা ও মেক্সিকোকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইন্টার ময়ামিতে ক্যারিয়ার লম্বা করার বিষয়ে নিজের স্বার্থও দেখছেন মেসি। এখানে থাকলে অফ সিজনে তার ধারে বার্সেলোনায় খেলার সুযোগ রয়েছে। আবার কাতালুনিয়ায় ফেরা মেসির কাছে স্বপ্নপূরণের মতো। যেটা এমএলএস ছাড়লে অন্য কোথাও এতটা সহজ হবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×