বৃষ্টি মাথায় নিয়ে আজ পর্দা উঠছে আইপিএলের


বৃষ্টি মাথায় নিয়ে আজ পর্দা উঠছে আইপিএলের

বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ আইপিএলের পর্দা উঠছে আজ। নিয়ম মেনে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১। 

সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ হওয়ায় ভারতের এই টি-টোয়েন্টি লিগের উদ্বোধনটাও হয়ে থাকে জাঁকজমকপূর্ণ। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সন্ধ্যা সাড়ে ৬টায় কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স মাতাবেন বলিউড তারকারা। পারফর্মারদের তালিকায় রয়েছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও কারান আউজলারা।  

কলকাতায় এরই মধ্যে পৌঁছেছেন বলিউড সুপারস্টার ও কেকেআর মালিক শাহরুখ খান। অবশ্য এত আয়োজন ঠিকমতো করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে সংশয় কাজ করছে। কারণ আবহাওয়া পূর্বাভাস মোটেও অনুকূল নয়। বলা হচ্ছে শনিবার হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রয়েছে ঝড়ের সম্ভাবানও!

এবারের আইপিএলে বোলারদের জন্য বিধি নিষেধও শিথিল করা হয়েছে। তারা বলে রিভার্স সুইংয়ের জন্য লালা ব্যবহারের অনুমতি পেয়েছেন। তবে রান বন্যার আশায় সবচেয়ে বেশি লালায়িত থাকবেন ব্যাটাররা। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা এখনও বহাল রয়েছে।  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×