মিরপুরে দিনে-দুপুরে ভয়ংকর ডাকাতি, ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৩২ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরে দিনদুপুরে এক ভয়াবহ ডাকাতির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রোববার সকালে মাজার রোড এলাকার একটি বাড়ি থেকে লুট করা হয়েছে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা। ঘটনার সময় বাড়িতে ছিলেন একজন নারী, যাকে বেঁধে মারধর করে ডাকাতরা এই চাঞ্চল্যকর অপরাধটি সংঘটিত করে।
ডাকাতির ঘটনা ঘটে ১৯ অক্টোবর, সকাল ১১টার দিকে। ভুক্তভোগী মোহাম্মদ উল্লাহ একজন পার্টস ব্যবসায়ী। পরিবারের সদস্যদের নিয়ে তিনি থাকতেন ওই বাসায়। ঘটনার পর থেকেই পুরো পরিবার আতঙ্কে রয়েছে। এলাকাজুড়ে বিরাজ করছে চাপা উত্তেজনা।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন বলেন, "অপরাধীদের শনাক্তে আমরা কাজ করছি।" তিনি আরও জানান, দ্রুতই মামলার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, সকাল ১১টায় মুখে মাস্ক পরা এক যুবক কলিংবেল বাজান। দরজা খোলার সঙ্গে সঙ্গে আরও দুজন তার সঙ্গে যোগ দেয়। এরপর অস্ত্রের মুখে গৃহকর্ত্রীকে বেঁধে ফেলে তারা।
অভিযোগ অনুযায়ী, ডাকাতরা আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় গৃহকর্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। তিনি দাবি করেন, "সংঘবদ্ধ চক্রের সঙ্গে এলাকার একটি ইন্টারনেট কোম্পানির একজন কর্মচারীও যুক্ত ছিল।"
ফুটেজে আরও দেখা গেছে, সকাল ১১টা ১৫ মিনিটে মাস্ক পরা কয়েকজন যুবক ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। পুরো ঘটনা ঘটে মাত্র ১৫ মিনিটের মধ্যে।