রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা


রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলে জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা এবার ক্রিকেটের মঞ্চেও নিজেদের অবস্থান তৈরি করছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে। 
 
এই বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চারটি দল। তারা হলো- ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এ অঞ্চলের শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডা অনেকটাই এগিয়ে রয়েছে।

নারী ক্রিকেটের প্রসার বাড়াতে ব্রাজিল ও আর্জেন্টিনার এমন অংশগ্রহণ ইতিবাচক দিক বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×