নারী দিবসে দেশের গণমাধ্যম নিয়ে আক্ষেপ রুমানার


নারী দিবসে দেশের গণমাধ্যম নিয়ে আক্ষেপ রুমানার

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। পুরো বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে নারীদের বিশেষ এই দিন। বাংলাদেশেও আয়োজনের কমতি নেই। তবে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ।

ঢাকা প্রিমিয়ার লিগ ও নারীদের প্রিমিয়ার লিগ একই সময় হলেও পুরুষদের মতো গণমাধ্যমের কাভারেজ পাচ্ছেন না নারীরা, সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এমন অভিযোগ তুলেছেন রুমানা। তার দাবি, এসব বৈষম্যের কারণে নারী ক্রিকেটারদের অসংখ্য রেকর্ডের খবর মানুষ জানতে পারছে না।    
 
ফেসবুক পোস্টে রুমানা লিখেছেন, ‘আজ নাকি নারী দিবস? নারীদের নিয়ে আছে কি কোনো নিউজ? কতটা পেছনে আছি আমরা, তার পুরোটা না-ই বললাম। ছোট একটা আক্ষেপ শেয়ার করি।’
 
এই প্রথম ছেলে ও মেয়েদের প্রিমিয়ার লিগ একসাথে হচ্ছে। কিন্তু মেয়েদের নিউজ কয়টা পাচ্ছি আমরা। মেয়েদের এতোএ তো রেকর্ড কোথায় যাচ্ছে ,কে-ই বা খবর নেয়? অথচ ছেলেদের সময় আলাদা। তারা কোন পায়ে গাড়ি থেকে নামছে, কে কোন গাড়ী নিয়ে মাঠে যাচ্ছে, কে নতুন ব্যাট কিনলো, সব কিছুর নিউজ হচ্ছে।'- তিনি যোগ করেন।  
 
তবে এসব আক্ষেপের পরেও নারীদের জয়জয়কার করেছেন এই ক্রিকেটার, ‘নারীদের জয় হোক। সফল হোক নারী দিবস। শুভ নারী দিবস।’
 
এক সময় জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার হিসেবে খেললেও এখন আর খুব একটা সুযোগ পান না রুমানা। গত বছরের জুলাইয়ে নারীদের এশিয়া কাপে সর্বশেষ দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়েছিল ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত মুখ তিনি। খেলছেন এবারের নারী প্রিমিয়ার লিগেও। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×