ক্যারিয়ারের সায়াহ্নে আরও ‘ক্ষুরধার’ রোনালদো


ক্যারিয়ারের সায়াহ্নে আরও ‘ক্ষুরধার’ রোনালদো

বয়স ৪০ পেরিয়েছেন এক মাস হলো। কিন্তু এখনো পারফরম্যান্সে যেন চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে আল শাবারের বিপক্ষে গোল করে নাম লিখিয়েছেন অনন্য এক কীর্তিতেও।

শুক্রবার (৭ মার্চ) রাতে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। ওই ম্যাচে আল নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো।
 
যেটি তার পেশাদার ক্যারিয়ারে ৯২৬তম গোল। মজার বিষয় হচ্ছে যার অর্ধেক গোল তিনি করেছেন বয়স ৩০ পার হওয়ার পর। অর্থাৎ বয়স ৩০ হওয়ার আগে ৪৬৩ আর ৩০ পার করে আরও ৪৬৩ গোল।
 
আরও সহজ করে বললে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ৩০ বছর বয়স পর্যন্ত যত গোল করেছিলেন, গত এক দশকেও করেছেন সে সমান সংখ্যক গোল। অথচ এ বয়সে অনেকেই বুটজোড়া তুলে নিজের তরুণ ক্যারিয়ারের স্মৃতিরোমন্থন করেন।

সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু পর্তুগিজ তারকা ছন্দে থাকলেও সৌদি প্রো লিগে বাজে সময় কাটছে আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। ফলে, এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×