আর্জেন্টিনার কোচিং প্যানেলে বড় রদবদল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৬ পিএম, ০৫ মার্চ ২০২৫

চলতি মাসে আর্জেন্টিনার সামনে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে দুই শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিলের। এই শক্ত ম্যাচগুলোর আগে আর্জেন্টিনার কোচিং প্যানেলে বড় রদবদল আসছে।
২০২৪ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকাজয়ী দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ড্যানিয়েল কানুয়ে। তিনি মার্টিন তোকাল্লির সঙ্গে এমিলিয়ানো মার্টিনেজ এবং জিরোনিমো রুল্লিদের কোচিং করিয়েছেন। তবে, মার্চের প্রথম সপ্তাহে তিনি তার দায়িত্ব ছাড়তে চলেছেন ও মেক্সিকান ফুটবলে ফিরে যাচ্ছেন।
এ ব্যাপারে আর্জেন্টিনার গোলরক্ষক কোচ মার্টিন তোকাল্লি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কানুয়ের বিদায়ী কথাগুলো শেয়ার করেন, যেখানে কানুয়ে বলেন, ‘আমরা জানি না কত দিন একই জায়গায় থাকব। কিন্তু কীভাবে পরের ধাপে পথ চলব সেটা আমরা বেছে নিতে পারি। এটা এক অসাধারণ পর্ব ছিল, যা কখনোই ভোলার মতো না।’
কানুয়ে আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং ছেড়ে মেক্সিকান ক্লাব টাইগার্সে যোগ দিচ্ছেন, যেখানে তিনি কোচ হিসেবে কাজ করবেন। তার বিদায়বেলায় তিনি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এই পর্ব শেষ করার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি প্রতিটা চক্রের একটি নির্দিষ্ট সময় ও উদ্দেশ্য আছে। আমি শিক্ষা, অভিজ্ঞতা এবং স্বপ্ন পূরণের গর্ব নিয়ে যাচ্ছি।’
কানুয়ের বিদায়ের পর, মার্টিন তোকাল্লি আর্জেন্টিনার গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্বে থাকবেন। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২২ মার্চ (বাংলাদেশ সময়) উরুগুয়ের বিপক্ষে। এরপর ২৬ মার্চ (বাংলাদেশ সময়) তারা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে।